ফারুক আহমেদ

একটি কাশবনে হারিয়ে যাবে বলে
তুমি জীবনভর অপেক্ষা করে আছো;
শাদা, থোকা থোকা কাশফুলের সোফায় বসে
তুমি ভেসে ভেসে যাবে সন্ধ্যার বিছানায়।

একটা স্টপেজে পেয়েছো তুমি হাসির দরজা
একটা স্টপেজে পেয়েছো স্পর্শ-কোমলতা
একটা স্টপেজে সঙ্গীত এবং শিল্পকলা;
একটা স্টপেজে এসে দেখো কষ্টের আয়োজন
এমন ভীষণ হয়ে আছে যে, তুমি বলছ, না।
কিন্তু জীবন এরকম অনেকগুলো স্টপেজ
জীবন অনেকগুলো বিরোধাভাসের নাট্যরূপ।

একটি কাশবনে হারিয়ে যাবে বলে
শাদা মেঘের গল্প তোমার ভালো লাগে
ভালোলাগে কুয়াশা, শাদা পরীর গল্প।
জীবন একটা বর্ণিল টুপি পরে দাঁড়িয়ে আছে
তোমাকে সন্ধ্যার বিছানায় ভাসিয়ে নিয়ে যাবে বলে।