এক রাতে এই হাতে হাত রেখে হাঁটছিলে
আনমনে বার বার কতকিছু ভাবছিলে,
জোনাকিরা চারপাশে লুকোচুরি খেলছিল
সেই রাতে বায়ু ছুঁয়ে চুলগুলো উড়ছিল।