তোমার বুকে আকাশ হতে বাকি
আকাশ জুড়ে শাদা মেঘের ভেলা।
তোমার চোখে নদী হতে বাকি
নদীর বুকে ঢেউয়ের ছলাকলা।