শ্মশানের কাছে নদী নয়, শীর্ণ খাল।
বুনো ঘাস, আছে কাঁটালতা।
রোজ তোমার আমার শব দাহ হয়