অজাতশত্রু সে আমি নই, জানি—
তবু বন্ধু-বেশী শত্রুকেই বড় ভয়;
হে বন্ধু, তোমার মিছরির ছুরি
পরম মমতা মেখে শোণিত ঝরায়।