অনেকদিন আর বাড়ি ফিরবো না
পড়ে নেবো ভোরবেলা সুনীলের জ্বলন্ত জিরাফ।
দুঃখ তুমি পাউরুটি কারখানা মালিকের বড় মেয়ে
সব সয়ে যাও একটু একটু করে।