অভিজিৎ চক্রবর্তী

শূন্যগর্ভ জেনেও বেলুনে বিদ্রোহ নেই বিপ্লবীর।
অকারণে মনের উঠোন ভরে ওঠে শেফালি শিশিরে,
রক্তে কাঁসর বাজে তালে তালে বেজে উঠলে ঢাক।
শাক-ভাতে মনের সবটা ভরে না। তার শরৎও চাই।

সামনে দুর্মর শীত। দাহ্য বলতে শুধু ওই পোড়া মন।
আপনাকে স্বাগত শরৎ। উৎসবের উষ্ণতা মেখে
উনিশ লক্ষ বুকে বেঁচে থাক বাঁচার আগুন।