অচর্ণা দে বিশ্বাস
চড়াই উৎরাই পেরিয়ে
অনেক সূর্যাস্ত দেখেছি,
খাদের কিনারে মস্ত সূর্য
হঠাৎ করে ডুবে গেলেও
অন্ধকার বরফের সাদা রঙ
কখনো মুছে দিতে পারে না।
একটা ফিকে আলোর রেশ রেখে যায়;
হৃদয়ের উষ্ণতাই রেশ রেখে যাওয়া আলো।
কতটা পতন হলে ঊর্ধ্বমুখী অভিলাসটা মরে যায়
আর কতটা খাদ পেরোলে সূর্যোদয় হয়!
জানা হয়নি কখনো,
দিনান্তের রোদ্দুর বলে যায় সূর্য ওঠার কথা
তবু ঘুম চোখ আজও সূর্যোদয় দেখেনি,
তাই জানতে পারিনি,
কতটা উপত্যকা পেরোলে তবে সূর্যোদয় হয়।