দ্য নিউজ এক্সপ্রেস – পুজোসংখ্যা ২০২০
কবিতা

শূন্য

সুবর্ণ আদিত্য

সেই জাগরিত সত্তার ঊর্ধ্বে এবং সকল মানুষ
সেই জাগরিত আচার এমনকি রিপু
যেখানে তার
ইচ্ছে
প্রকৃত
মৃত্যুর উপত্যকায় ঢলে পড়েছে

মূলত
চাষ নেই আয়তকার ভ্রূণের
পশুজাত শ্রেণির কাছ থেকে বাছাই শেষ করে
এবং মগজে স্থান পেলেই তিনি সন্তুষ্ট

এমন এক দালিলিক অন্ধকারে অন্ধত্ব বিস্তার নিলে
তার এবং তাদের মনেও প্রশ্নের সঞ্চালন চক্র স্থিতিশীল

সেই প্রলম্বিত আকাশ—
যার সীমা পেরিয়ে এসে
সমস্ত এবাদত আমার কাছে লুটায়
আর
আমি ধ্যান ও জ্ঞানে দ্রুততার সাথেই মানুষকে
মানুষ বলতে পারি

পারি না ভালোবাসার অধিক
তিয়ামাতের শরীর
আরো নানাবিধ শোক-শ্রাদ্ধ হলেই কেবল
নিজের কাছে সব শূন্য হয়ে ওঠে

Related posts

নরখাদকের গান

পুজো সংখ্যা
4 years ago

সূর্যোদয়

পুজো সংখ্যা
4 years ago

সরল প্রেমের কবিতা

পুজো সংখ্যা
4 years ago
Exit mobile version