মঈন মুরসালিন

শিল্পীর তুলি সে তো স্বপ্নের কুঁড়ি
নীলাকাশে সুতোকাটা লাল-নীল ঘুড়ি

শিল্পীর আঁচড়ে মেঘ হলো নদী
কলকলে ঝরনারা বয় নিরবধি

শিল্পীর ক্যানভাসে রং মেখে মেখে
স্বপ্নরা ফুল হয়ে যায় এঁকে এঁকে

শিল্পের ছোঁয়া পেয়ে জেগে ওঠে মুখ
প্রকৃতিতে ছেয়ে যায় ঝলমলে সুখ।