সু‌হিতা সুলতানা

সূর্য নয় রাতের রক্তবর্ণ ক্ষত ছুঁয়ে দ্যাখো
‌মেঘমুখী ফুল দূরতর দ্বীপের নির্জনতা ও
আকাশের ওপারে তিলোত্তমা অন্ধকারে
অক্লান্ত আগুন ও আলোর মগ্নতা নিঝুম
রা‌ত্রির তরঙ্গে গভীরতর ক্ষয় রূঢ় উল্লাস
আর অনন্ত স্বপ্ন ও সত্যের মুখোমু‌খি য‌দি
একবার আবেগের স্তূপ নিয়ে ক্রমশ স্নিগ্ধ
কলরবে তোমার মুখোমু‌খি বসে তাহলে
শুধু সত্য নয় অপেক্ষা ও প্রেমের পৃষ্ঠা
উল্টে দ্যাখো মধু ও মৌমা‌ছির মধ্যে বিস্তর
পার্থক্য রয়েছে; ঠিক যেমন দুরন্ত ও দূরতর
আমাদের দৈনন্দিন জীবনপ্রবাহের মধ্যে
যুক্ত হতে শুরু করেছে। মহামা‌রির এইকালে
‌মিথ্যা ও ভ্রা‌ন্তির বড় কদর বেড়েছে, চেয়ে দে‌খি
অস্তগামী সন্ধ্যায় বিস্ময়ের দীর্ঘ আয়োজনে
খলনায়কের ধূ‌লিময় মুখ অসত্যের বে‌দিতে
বসে স্বার্থের নগ্নতম ভীড়ে ক্রমশ আসক্ত
হতে থাকে।‌ অমীমাংসিত দিন ও রা‌ত্রির
মুখোমু‌খি ভুলের কড়চা সা‌জিয়ে বসেছে এক
‌বেওকুব। আশ্চর্য দিনের শেষে অগ্নির মানে
হয়ত চক্রবালে জলে ভেসে যাবে! কিছুই
থাকে না, না জীবন, না প্রেম, না অপেক্ষা না
তু‌মি, না আমি, না সে! এ বড় বিস্ময় অনন্ত—
কালশূন্যতা ও অগ্নির মুখোমু‌খি বসে থাকা