মেঘ অদিতি

তখন—
আলোতে গানের ধুম
অতটা ধূসর নয় দিন
ভিক্ষাপাত্র হাতে সেই কিছুদিন থাকা

ভিজে রাত উঠানে আমার
কলার মান্দাস ভেসে চলে
ঝরাফুল, হরিৎ পাতার ঘুমে
বিশাখা সখীরা পৌরাণিক বিদ্যুৎ হানে
সারারাত শিশিরের সাথে সেটুকুই
মাধুকীর নেশা

তারপর গজারোহী
তারপর রন্ধ্র জুড়ে তীব্র হাহাকার
নীলাভ শোণিতে বিঁধে তুরপুন
বনপ্রান্ত দিয়ে এক অচেনা শ্রমণা হেঁটে যায়