শুক্লা গাঙ্গুলি
বাইরে শরতস্নাত সূর্য ঝলমল দিন
ছোট-বড় অসংখ্য নাম না-জানা
ভিনদেশী লতাগুল্ম মানুষের আনাগোনা
পাশাপাশি হাঁটলেও যেন কেউ কাউকে চেনে না-ভয়ানক অতিমারীর কালে
অথচ সেদিনও তারা প্রকাশ্যেই মেতেছে—
অধিকারের জয়-পরাজয়ে প্রেমহীন সোহাগে
সামনে মহাসাগর— উপুর করে লবণাক্ত নীল হাওয়ায় ভাসে ঈশ্বরকণা পথ এঁকে
বেঁকে ডাইনে বায়ে একগুচ্ছ চাবি সবই
তার হাতের মুঠোয় সিগন্যালে দাঁড়িয়ে
তিনটি বাতির ওঠানামায়—
দারুন এক স্মার্টনেস!
কথা বলি নিজেরই সাথে— জনান্তিকে কাছে আসে— কাছে আরো কাছে
হাত বাড়াই, অধরাই থাকে তবুও মন
মনের কাছে
লা-জবাব!
উত্তর মেলে না।