অপূর্ব রায়

পৃথিবী আগের চেয়ে ঢের অভিমানী
আমাদের মতো তার প্রিয়জন যত—
অত্যাচারে অত্যাচারে করেছি পীড়িত অহরহ,
শরীর থেকে নিত্য তার শুষে গেছি হৃদয়ের রস।

সবুজের ছায়াগুলি কেটে কেটে ইমারতে ছেয়েছি আকাশ
কুটিল বিষ নিঃশ্বাসে প্রতিদিন দুষেছি বাতাস,
অনুভব না করে কখনও তার ক্ষুধিত অন্তর—
আপন তৃষ্ণা মিটিয়েছি ক্রদ্ধ শ্বাপদের মতো।

যতই মাতা বলে সহ্যশীলা করে রাখি তারে
অনাচারে অনাচারে স্তব্ধ করি অপরাধ ভারে,
ভুলি তার গ্রহণের সীমারেখা,
হয়তো প্রতিশোধ তার কণামাত্র তুলে নিতে চায়
আজ মহামারী রূপে আমাদের ’পরে।

যদি মানি আমাদেরই দোষ চলো হই নতজানু
যদি সবে ফিরে চাই বিষহীন পৃথিবী আবার—
করি অঙ্গীকার, বাঁচিবার পাশাপাশি বাঁচাবো পৃথ্বীরে,
দান লব, সম্মানের দিয়ে প্রতিদান।