হাবিবুল্লাহ রাসেল

০১.
চা খাই না— শুধু চায়ে
ভিজিয়ে ভিজিয়ে টোস্ট খাই

০২.
মাইক্রোফোন জানে—
মুখই কেবল মানুষ না
বাহুই দেহ না।

০৩.
একজীবন কেটে যাবে
শুধু সাইনবোর্ড-ব্যানারে শুভেচ্ছা
জানাতে জানাতে।

০৪.
পোস্টারে পোস্টারে
এডিটিং মুখোশছবি

মানুষ কিছুতেই খুঁজে পায় না মুখ।

০৫.
দাদি খই ভাজছে
বিন্নি ধানে
গোল হয়ে দেখছি
উনুনে খইয়ের নাচ।

আজ দাদি নেই
বিন্নি ধানও নেই
মঞ্চের উনুনে ফুটছে কথার খই।

০৬.
ইচ্ছে হলেই এক সময়
খাঁচা কিনতে পাওয়া যেতো না।

এখন বিভিন্ন দোকানে ঝুলছে
সাশ্রয়ী মূল্যে বাহারি খাঁচা।

জানলাম খাঁচার বিক্রি ভালো

দিনে দিনে রাজপথ থেকে খাঁচাটাই
মানুষের প্রিয় হয়ে উঠলো!

০৭.
গুরু জিজ্ঞেস করলেন—
বলো, কানের কাজ কী?
শিষ্য বললো, কানভারী করতে
অন্তত একটি কান প্রয়োজন।
গুরু জিজ্ঞেস করলেন—
মুখের কাজ কী?
শিষ্য বললো, আর যা-ই হোক
মোসাহেবি করতে অন্তত মুখ প্রয়োজন।

০৮.
মুখবন্ধের প্রয়োজনীয়তা দেখে
আঠার ব্যবসায় নেমেছি

হোমডেলিভারি দেয়া হয়
বিফলে মূল্য ফেরত।
কেনার আগে ৫৭ মার্কা দেখে কিনবেন।

০৯.
একজোড়া করে
হাইলেন্সের চশমা দিন
পুঁটিকে যেন ইলিশ দেখতে পারি।

১০.
পায়রা উড়ালেই শান্তি আসে না

মনের ভেতর
অন্তত একঝাঁক পায়রা
পুষে নিতে হয়।