জিললুর রহমান

অজাতশত্রু সে আমি নই, জানি—
তবু বন্ধু-বেশী শত্রুকেই বড় ভয়;
হে বন্ধু, তোমার মিছরির ছুরি
পরম মমতা মেখে শোণিত ঝরায়।

তুমি টের পাবে
সে আশায়, গোঙ্গাই কঁকিয়ে উঠি—
সিঁড়ির উপর ধাপে তোমার পা
চোখ আটকে থাকে পদে প্রলোভনে

আমার শরীর থেকে ঝরা রক্ত কেউ কেউ দেখে
আত্মার বেদনাটুকু দেখার কেউতো নেই
সেখানে তোমার ঠাঁই ছিলো
তোমার আস্তানা তুমি রক্তাক্ত করেছো

আমি তবু বাঁচি প্রাণ ভোমরার গুণে
বেঁচে বর্তে থাকি নিরাসক্ত
তোমার সুনাম শুনতে পাবো ভেবে
অলক্ষে পেতেছি কান ভোঁতা অনুভূতি চেটে চেটে