রাহুল ঘোষ

চেনা স্বর ও শ্বাসের স্তর পেরিয়ে, চেনা সরগমে
আমি খুব সহজেই দ্বিধাটিকে চিনে নিতে পারি।
আপাত-আড়ালে অমন জেগে আছে অপরাধবোধ
চেনাজানা জায়গায়, চিনে নেওয়া কঠিন তো নয়!
যতবার হত্যা করো তাকে, ফিরে আসে অবিনাশী
একই কথা বারবার কেন লিখি, সে-জবাব ওইখানে।

ব্যবহৃত মানুষের বিষাদ, তোমার বোঝার কথা নয়।