নির্মাল্য মুখোপাধ্যায়
শ্মশানের কাছে নদী নয়, শীর্ণ খাল।
বুনো ঘাস, আছে কাঁটালতা।
রোজ তোমার আমার শব দাহ হয়
ওইখানে। ছিন্নমস্তা দেবী, দুই চেড়ি
হাঁ করে আছে! এই রক্ত দেখে
মাঝে মাঝে ঘুম আসে চোখে,
সারারাত শ্মশান জাগায় নিধিরাম।
আগুন কলসী জল কিছু
জবাফুল তোলে। হে অগ্নি
তৃষা দাও, দুটি হাত কয়েক লক্ষ
বছর আকাশের দিকে তোলা,
ওই শিয়াল ডাকলে! ওই,
ভয় নেই নিজের প্রকাণ্ড
দেহের ওপর সে এবার একটু ঘুমোবে!