সব্যসাচী পাহাড়ী

বাজার সে তো কাঁচাবাজার আমরা সবাই চিনি
হাজার রকম পসরা মেলে বসে প্রতিদিনই।
কী না পাবেন বাজার গেলে? না গেলে কী ক্ষতি—
বিনা টাকায় দেখতে পাবেন কাঁচামরিচ, লতি।
মেপে মেপে নিতে পারেন বরবটি কাকরুল
পেঁপে গাজর মুলা ঢেঁড়শ চালকুমড়ার ফুল।
বাঁধাকপি ঝিঙ্গে মুখী টমেটো ও আলু—
আঁধা কেজি? কুড়ি কেজি? সব ওজনই চালু।

যাবেন যখন, তখন যেন ঠান্ডা থাকে টাক,
পাবেন ঠিকই বেগুন, কদু ফুলকপি ও শাক।
খিরা পটল শিম করলা ধনেপাতার আঁটি।
হীরা যেন বাজারজুড়ে সেজে পরিপাটি।

তাদের কথা কেউ কি ভাবি, নিই কি তাদের খোঁজ—
যাদের ঘামে ওসব দিয়ে আমরা সারি ভোজ?