হাসনাত শাহীন

অবনত মস্তিষ্কে হেঁটে যায়
সে এক কালের মহারানী
নিদারুণ—
কী যে হাওয়ায়-হাওয়ায়
দোল খায় তার মনোভূমি
জানি! জানি—তুমিও তা জানো
আমি তার আজন্মের চাষী
আর জন্মে বহুকাল—তার
বুকে মাথা রেখে ঘুমিয়েছি
প্রেমময়ী—
সে, তার চোখ যেন রাধা’র
অনিঃশেষ এক প্রেমের খনি
জানি! জানি—তুমিও তা জানো
আমি তার আমৃত্যু পিয়াসী
অথচ, কী দারুণ বিস্ময়
সে জানে না তার কী সুঘ্রাণ
সুহাসিনী—
বোঝে না দাঁতেরও হয় ক্ষয়
একদিন হয় নিষ্প্রাণ প্রাণ
জানি! জানি—তুমিও তা জানো
আমি তার অজান পূজারী
অথচ—আমার মতো তুমি
না জানো তোমার কি সাধ-সাধ্য
মহারানী—
তবু শুধু পাবো-পাবো করি
না জানি কি যে কার আরাধ্য
মহারানী! তাই, যাই চলো—
ভালোবাসি-প্রাণ ও প্রকৃতি!