শিমুল মিলকী
পৃথিবীতে পাতাবাহারের রহস্য খুঁজতে গিয়ে দেখি
মানচিত্রের বেড়ায় এর হাস্যোজ্জ্বল বাহারি অভ্যর্থনা পেয়ে
রক্তপাতের বিরুদ্ধে জন্মেছে সৃজিত অহংকার
ভাগ্যরেখায় পূর্ণিমা ঢেলে জেগেছে মরমী নদী।
এই মর্মে হিমালয়ে আছে পৃথিবীকে ধরে রাখার জাদু
ত্রিভুবনের হিসেব এর থেকেই সগর্বে গড়িয়ে নামে
যুদ্ধের যত আলামত এর তলেই আপোষে নিরস্ত্র হয়।
তার রঙেই নড়াচড়া করে সমতলের বনস্পতি দল
সব হাতিয়ার সুন্দরের দাপটে পরাস্ত হবে জেনে
এই চুনোপুটির বুকেও পাতাবাহারের উদ্যান জাগে।
রাষ্ট্রের মাথায় দানবের উত্থান হলে পরে
পাতাবাহারের রূপ দিয়ে তাকে জড়িয়ে ধরে শিশু
সম্প্রীতিকে সিংহাসনে বসিয়ে চালিয়ে যায় অসীম দ্বৈরথ।
পৃথিবীর সব সম্পদের ন্যায্যতা
সরল হিজলের বৈঠকে হাসতে হাসতে বিলি হয়
দশদিকের মলিনতা দূর করে
একটা জোনাকিকেই সমর্থন করে বসে অপার হৃদয়।
তেত্রিশ প্রকার আদর দিয়ে বানানো মাপকাঠিতে
হীম সাগরের গভীরতা
তবু আকাশের ছায়ায় অনির্বাণ জিয়ন্তকাল
শ্বাশত জন্মে নির্মোহ পাখির অমীয় উচ্চারণ—
এসো সেই কথায় যা তোমাদের এবং আমাদের মধ্যে এক।