বিন্দু হক
আমার ভীষণ ইচ্ছে করছে ঝড় দেখতে
ঝড়ে উড়তে, ঝড়ে পড়তে
ঝড়ে ভিজতে, ঝড়ে ভেজাতে।
ঝড়ের আঁধারে পথ হারাতে ইচ্ছে করছে
ঝড়ের আলোয় চমকে উঠতে
ঝড়ের ভেতর লুটিয়ে পড়তে,
ঝড়ের স্রোতে ভেসে যেতে
ঝড়ের তাণ্ডবে নেচে উঠতে।
যতদূর চোখ যায়, শুধু—
উন্মাতাল ঝড়, আর ঝড়।
কখনো বাহিরে, কখনো ভেতরে
আজ শুধু নির্বাক চেয়ে থাকা
আর রামধনুর প্রতীক্ষা।