ইমরুল ইউসুফ

এলাকার নাদিয়া
চলে শুধু বা-দিয়া
ধাক্কা দেয় পা-দিয়া
ঘেঁষে যায় গা-দিয়া
চলে টা-টা দিয়া।

এলাকার নাদিয়া
ডাব কাটে দা-দিয়া
মুড়ি খায় চা-দিয়া
চায় শুধু হাদিয়া
না দিলে দেয় কাঁদিয়া।

এলাকার নাদিয়া
বুদ্ধি একটা ফাদিয়া
ডিম ফোটায় তা-দিয়া
বকা খাওয়ায় মা-দিয়া
ভাত খায় না-দিয়া
এমন মেয়ে নাদিয়া।