গৌরাঙ্গ মোহান্ত
মিথ্যা প্রায়শ দৌড়নিপুণতার পরীক্ষা নিয়ে থাকে। বেঁচে থাকবার জন্য আশ্বাস দরকার। রাঙ্গামাটির চেয়ে দীপ্ততর হয়ে ওঠে মন্ত্রিত পর্বত-শহর। ঝরনার তৃষ্ণায় কাঁপে কামটঙ্গি; তরঙ্গ-উষ্ণতার খোঁজে ছুটে আসা সিগালের নাকে লেগে থাকে মাছের গন্ধ। গ্রন্থ কার্পাস-করোলাকে প্রসারিত করে বলে পাহাড়রাজ্যে এর কোনো গ্রহণযোগ্যতা নেই। কার্পাসিকে আচ্ছাদিত থাকে পদ্মদ্বীপ; তাকে ছেড়ে দূরে যাওয়া দুষ্কর। অথচ অন্তর্জলে নিমগ্ন হয় নাভিচক্র। রাবার, লেবুর বন পেরিয়ে গোবর্ধনরাজ্যে পৌঁছে যায় কেমোপূর্ব পথ— বৃষ্টির ভেতর ঠোঁটে জ্বলে দ্রাক্ষাসব— পাহাড়রাজ্যের ঝরনা তখন শব্দ ও বর্ণহীন পরিকথা।