নাজমীন মর্তুজা
কিছু না-করার ভয়াবহতায় আচ্ছন্ন আছি অনেকদিন
তবে তোমাকে নিয়ে ভাবতে পারার তৃপ্তি
শরীরের ছন্দে ছন্দে তোমার স্পর্শের দোলা
প্রতি মুহূর্তে বইতে পারার সুখ
সেটাই-বা কম কি, মুহু মুহু মনে হয়
মাঝে মাঝে ভেবেছি তুমি ঈশ্বরের মতো
সাধারণ ভাবতে পারি না,
মানুষ হিসেবে মনে হয় না অপকৃষ্ট
তোমার হাত, তোমার কণ্ঠ, তোমার
তাকানোতে মোৎসার্ট খেলা করে।
মনে হয় তোমার মতো সাগরে
ঝাঁপ দেয়া যায় সহজে,
তোমার মাঝে আনন্দ তৈরি করবার
আকর্ষণ আছে, স্বাধীনতার অপার
আনন্দ তুমি।
যারা ভাবছে তোমাতে অতল
সর্বনাশ
এক প্রগাঢ় গ্লানির বোধ টেনে
বেড়াতে হবে জীবনভর
অবিবেচক তারা,
আমি তো তোমার মাঝে
সেইন্ট দস্তোয়েভস্কিকে দেখি
যখন তোমার সঙ্গে সুখ সঙ্গমে যাই
পৌরাণিক যুগে পা রাখি,
গন্তব্যে ফিরি যখন পায়ে
পায়ে লুটিয়ে পড়ে
গেরুয়া জল,
পৃথিবীকে আচ্ছন্ন করে নেয়
একটা কালোর মখমল,
দৈগন্তিক একটা বৃষ্টিভেজা সুখ হয়।
তোমাতে মগ্ন হয়ে
বৈষ্ণব বিনয়েজাগতিক
মন্দিরে ঢুকে যাই
তোমার নাম ভজন করবো বলে!