নাহিদা আশরাফী
ছেলেটার মধ্যবিত্ত কাঁধ
মেয়েটার রজনীগন্ধা ঘুম
ছেলেটার ক্লান্ত চোখে সাধ
মেয়েটার অবাধ্য মৌসুম।
ছেলেটার আঙুল গোনে মাস
মেয়েটার করুণ অনামিকা
ছেলেটার বিপন্ন হাঁসফাঁস
মেয়েটার হৃদয় অগ্নিশিখা।
ছেলেটার দুঃখ চাঁদের মতো
মেয়েটার দু’চোখ জলময়ূর
ছেলেটার বুকপকেটে ক্ষত
মেয়েটার স্বপ্নে সমুদ্দুর।
ছেলেটার দুখ-দুয়ারি ঘর
মেয়েটার দখিনমুখী সুখ
ছেলেটার শুষ্ক যাপনচর
মেয়েটার নবান্ন উন্মুখ।
ছেলেটার পিচে গলা পা
মেয়েটার আলতা-নূপুরপথ
ছেলেটার সুদূরে এক গাঁ
মেয়েটার দ্বৈত জীবনরথ।
ছেলেটার চৈত্র নির্বিকার
মেয়েটার ভরা ভাদ্রের দিন
ছেলেটার ফাগুনও কান্নার
মেয়েটার সিঁদূরে আশ্বিন।