মুজিব ইরম

শেষ হলো সহি মনে কাদাজলে চাষ… সবুজ জায়নামাজ বিছিয়েছে মাঠ… বাতাসে এসেছে ভেসে আজানের সুর, আকামত হাঁক… লকলকে চারা গাছ নিয়ত বেঁধেছে… কে যেন ধরেছে সুর সুললিত সুরা… গর্ভবতী ধান গাছ রুকুতে নেমেছে… ঝিম ধরা নীরবতা জমিতে জমিতে… পাকা-পোক্ত ধান গাছ সিজদায় নত… মুসল্লিরা রূপগ্রস্থ হাওরে বাঁওড়ে… এসে গেছে ধানের মৌসুম… ঘরে ঘরে বেড়ে গেছে জিকিরের ধুম… মনে নাই কবে ছিলো নিদানের দিন…মোনাজাতে ফুটে ওঠে ভাতের বলক, মোনাজাতে পাত ভর্তি রূপের ঝলক।

কে তবে দিয়েছে এনে সঙ্গমের রাত, কে তবে দিয়েছে বেড়ে সদ্যফোটা ভাত! এই বার ঘরনারী দিয়েছিলো বর, এই বার পরিতৃপ্ত ধানের ঈশ্বর।