মৃণাল বসুচৌধুরী

যে নারীর নিজস্ব বাগান নেই
নেই চারাগাছ
নেই কোনো শুশ্রূষার দায়
সে জানে না শিকড়ের অমোঘ বিস্তার
আত্মার আগুন কিংবা
অহংকারী নারীর মুগ্ধতা
ছায়াহীন প্রতিটি প্রহরে
অদৃশ্য আগুন এসে
অযথা শাসন করে তার গতিপথ
শূন্যতার জটিল হিসেবে
তার কোনো নক্ষত্রনগরী নেই
নেই গোল্লাছুট বিরহকুসুম
আছে পাড়ভাঙা নদী
তুষের আগুন
জরাজীর্ণ রানীর পোশাক


রাশিচক্রে নক্ষত্রপ্রভাবে
সে কখনো তিলোত্তমা হলে
দেবীপক্ষে ধানদূর্বা ঘি ও আগুন নিয়ে
দ্বিধাহীন হেঁটে যাবো নতুন মণ্ডপে