ইন্দ্রনীল সেনগুপ্ত

প্রশস্তিপত্রখানা পাঠ করতে ভালোই লাগে
নানাভাবে বিবৃত করেছ গুণাবলি—
এতকিছুর যোগ্য কি আমি?
না, এ কালখণ্ডে যজ্ঞীয় হোম সাধন করা
এখনও বাকি।
আমরা তো বারবার নিরাপদ ভেবেছি পাহাড়ের ঢাল
বা সুরম্য অট্টালিকা মেঘ ভেদ করে উত্থিত জানি
বিস্মিত হয়েছি গর্বে,
অথচ মানুষ অমূল্যধন—
কী করেছি তার, কোথায় করেছি লালন!
এখন নিবিষ্ট হও,
সে মহামানবের অবহেলার দায়
তোমার, আমার—সবার।