যশোধরা রায়চৌধুরী

আমাদের বাসনারাজিকে

ঢালিয়াছি কমিকে ট্রাজিকে

লিখিয়াছি বিদগ্ধ কবিতা

এবং সে লেখাগুলি নিয়ে

বসন্ত ইনিয়েবিনিয়ে

রং ঢেলে খেলেছে যে বৃথা

লাল ও হলুদ এই ঋতু

কিছুদিন পরে সব ফিরে

হবে কালো পাথর ও ধাতু

 

আজ শুধু শ্বাস ফেলে যাওয়া

নশ্বর প্রাকৃত আবহাওয়া

চাওয়া আর পাওয়া আর চাওয়া