মামুন খান
কথা বললে এই যে তোমরা
ভাটির টান পাও
ক্রিয়াপদকে দীর্ঘ করে
এই যে আমরা বাই
উজান ধলের নাও
এটাই আমার মাতৃভাষা
জলখরানের গাঁও।
আমরাতো ভাই দিগন্তহীন
আদিগন্ত রেখার দিকে
চোখরাখা মানুষ
আমাদের বলনচলন তাই প্রলম্বিত
মায়ের মমতার মতো বেহিসাবি
বিরামহীন।
আমরা ভাই
গাঁয়ের মতো মায়ের ভাষায় কথা বলি
উচ্চারণে ভুল নাই।