ঝুমকি বসু
বাংলাদেশে পুজোর গয়নার ডিজাইনে যোগ হয়েছে পুজোর মোটিফ। এবার গয়নার বাজার মাতিয়ে রেখেছে নকশা করা কাঠের গয়না। বিভিন্ন অনলাইন গয়না শপ এবছর পুজোর থিমের নানা গয়না এনেছে। দেবী দুর্গার নানা রূপ, ওঁম, পদ্মফুল, শিউলি ফুলের নকশা থাকছে গলার হার, লকেট, কানের দুল, আংটি, খোপার কাটা এবং চুড়ির ডিজাইনে। বেশির ভাগ ক্ষেত্রেই গয়নার উপকরণ হিসেবে বেছে নেওয়া হয়েছে কাঠ। এসব গয়নার মূল আকর্ষণ উজ্জ্বল বাহারি রং।
সোনা কিংবা সোনার প্রলেপ দেওয়া গয়না থাকছে এবারও। তবে যারা একটু ব্যতিক্রম সাজ চাইছেন, তারা ব্রাশ বা সংকর ধাতুর রুপোলি গয়না বেছে নিচ্ছেন। দশমীর ট্র্যাডিশনাল সাজের জন্য এমন গয়নাই কিনছেন ক্রেতারা।
এছাড়া এবার নতুনভাবে ফিরে এসেছে পুরনো নকশার গয়না। তাই সিতাহার, বিছাহার, কণ্ঠহারের সঙ্গে ঝুমকো, ঝোলানো দুল, কানপাশা, চাঁদবালির মতো সাবেকি গয়নার চাহিদাও আছে। দশমীর সাদা ও লাল পেড়ে শাড়ির সঙ্গে অনেকেই এসব গয়না বেছে নিচ্ছেন।
মেটালের গয়নায় এবারও পাওয়া যাচ্ছে আগের মতো পুজোর মোটিফের নকশা।