জয়ন্তী কর্মকার

বিপর্যয়ের শেষে এসে,
উঠে দাঁড়াবে
ঠিক
কেটে যাবে ঘোর অন্ধকার
দ্বিকবিদ্বিগ ফুঁড়ে ফুটে উঠবে আলো।
চারিদিক ঘন কালো ধোঁয়ার ছাই মাটিতে
লুটিয়ে পড়বে, তোমার পায়ের তল বেয়ে।
পদ্ম আর শালুকে ভরে যাবে চোখ থেকে
গড়িয়ে পড়া জলভর্তি পুকুরে,
তখন তুমি সজাগ থেকো।
সাক্ষী থেকো ঘটনাবহুল দৃষ্টান্তের,
জেগে জেগে দেখো ঠিক কতখানি
কলিজার জোর থাকলে,
অন্ধকারকে তুমি
মারতে পারো,
ঠিক কতখানি ভরসা থাকলে,
আলোর উৎসকে তুমি জন্ম দিতে পারো
তোমার মস্তিষ্কস্থলে।