মাহফুজ রিপন
ভীষণ উষ্ণ বুকে বাউলের পথ চলা।
কালি ও কলমের মিলন হলো না কস্মিনকালেও;
সৃষ্টি হলো মহাকাব্য, সনেট, গীতাঞ্জলি।
ওপারে যাবার সুর বার-বার বেজে ওঠে,
অবশিষ্ট পঁচানব্বই স্মৃতির ডানা মেলে!
খেয়াপারের তরী হারিয়ে ফেরে ঘাট—
অনিশ্চিত গন্তব্য কোথায় ভবের হাট।
সব আলো নিভে যায়।
শব্দ নৈঃশব্দের রং ছড়ায়।
পৃথিবী তখন গভীর তন্দ্রায়;
আঁধার জলে ডুবে জেগে থাকি সাঁই আর আমি।